Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
15181689_160845807722904_3918042941239703946_nখোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ :পিরোজপুর প্রতিনিদিঃ পিরোজপুর থানাধীন দুর্গাপুর চুংগা পাশা নেছারিয়া আলিম মাদরাসায় আজ রাতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর দুটি কক্ষের তালা ভেঙ্গে ভয়াবহ চুরির ঘটনা ঘটে।

দুর্গাপুর চুংগাপাশা নেছারিয়া আলিম মাদরাসায় সরকারের দেওয়া অনুদান কৃত “সারাদেশের  শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের” ১৭টি ল্যাবটপ চুরি হয়।

এই চুরির ঘটনার সমায় দুর্গাপুর চুংগাপাশা নেছারিয়া আলিম মাদরাসার আরবী প্রভাষক আব্দুল জলিল পাসের একটি কক্ষে ছিলো বলে জানাযায় এবং মাদরাসার নাইট গার্ড মোঃ মইন উদ্দিন ডিউটিতে ছিল বলে জানা গিয়াছে।

সকালে নাইট গার্ড মোঃ মইন উদ্দিন আরবী প্রভাষক আব্দুল জলিল কে ঘুম থেকে তুলে ঘটনা জানায়।আরবী প্রভাষক আব্দুল জলিল ঘটনা দেখে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান চান মিয়াঁ মাঝীকে ঘটনাটি জানায়।তারা পিরোজপুর সদর থানায় বিষয়টি জানান। পরে থানা থেকে সাব-ইনস্পেকটর মোঃ মামুন ঘটনা স্থল পরিদর্শন করে। তিনি এ সময়ে মাদরাসার নাইট গার্ড মোঃ মইন উদ্দিন ও আরবী প্রভাষক আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে জান।

এ বিষয়ে এখোন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনা তদন্তের জন্য মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, আরবী প্রভাষক আব্দুল জলিল এবং নাইট গার্ড মোঃ মইন উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

15170944_160845694389582_8316100326631301726_nএই ঘটনায় স্থানীয় জনগন তীব্র নিন্দা ও অবিলম্ভে ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের কঠিন শাস্তির দাবী জানায়। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। তারা আরো জানায় এই এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটেই চলেছে, এর কোন প্রতিকারও নেই।