Tue. Oct 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ :66
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাল্যবিয়ে বন্ধে মেয়েদের বয়স ১৮ বছর রেখেই আইন পাস করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে মানুষ অসত্য তথ্য দিয়ে কন্যা শিশুদের অল্প বয়সে বিয়ে দিয়ে যে প্রতারণা করার চিন্তা করেছিল সেই সুযোগ আর থাকবে না।

সোমবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুলছড়ি উপজেলার সাবেক হেড কোয়ার্টার মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আঞ্জুম নাহীদ চৌধুরী লাকী, আবু সায়েম রিশাত, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল প্রমুখ।
বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র ফুলছড়ি উপজেলার উড়িয়া, উদাখালী, এরেন্ডাবাড়ি ও ফুলছড়ি ইউনিয়নের ১ হাজার ২শ’ ২০ পরিবারের মধ্যে ১ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করবে। প্রত্যক পরিবার তিন মাসে ৪ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা সহায়তা পাবে।