খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ : ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন বলে জানা যায়। জন প্রশাসনের তথ্য সূত্রে জানা যায় উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৮৬ জন যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পায়। এরমধ্যে সাবেক জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস রয়েছে।
মুকেশ চন্দ্র বিশ্বাস যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রাশাসক মুহা: সাদেক কুরাইশী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ইএসডিও’ও নিবার্হী পরিচালক ড. মুহম্মদ শহীদুজ্জামান, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সাকের উল্লাহ প্রমুখ।
প্রশাসনে তিন স্তরে ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। স্থায়ী পদ না থাকলেও অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে তাদের পদায়ন করা হয়েছে। রোববার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিবে পদায়ন করা হয়েছে ১৪৫ জনকে, উপসচিব থেকে যুগ্ম-সচিব পদে পদায়ন হয়েছেন ১৮৬ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব করা হয়েছে ২০৫ জনকে।