খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ : জমকালো অনুষ্ঠানে মধ্যদিয়ে দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার ওয়েব সাইট উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে ওয়েব সাইটের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ রফিকুল ইসলাম। সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের সভাপতিত্বে ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সহ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ও সময় টেলিভিশন এর জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) উপ-পরিচালক ইসমাইল হোসেন পলাশ, সুনামগঞ্জের সময় পত্রিকার উপদেষ্ঠা পরিষদের অন্যতম সদস্য মানবেন্দ্র দাস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা ডি চৌধুরী অসিত, কবি ও সাহিত্যিক আলী সিদ্দিক, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলার স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এম ডি মুন্না, দিরাই উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, দোয়ারাবাজার প্রতিনিধি মোঃ আলাউদ্দিন, ছাতকের প্রতিনিধি হেলাল উদ্দিন, সিলেট প্রতিনিধি মনোজ কান্তি তালুকদার, হাওরাঞ্চল প্রতিনিধি কামাল হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি মাহবুব মল্লিক, ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, জামালগঞ্জ প্রতিনিধি শাহীন আলম, তাহিরপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর প্রতিনিধি জাকির হোসেন রাজু, স্টাফ রিপোর্টার সোলেমান কবির, সদর উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার আবু সাঈদ, ছাতকের স্টাফ রিপোর্টর কামরুল ইসলাম সবুজ, বাদাঘাট প্রতিনিধি সামায়ুন আহমদ, শহর প্রতিনিধি জাকারিয়া রনি প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন বার্তা সম্পাদক ইউএনবি সুনামগঞ্জ প্রতিনিধি অরুণ চক্রবর্তী, বিপনন কর্মকর্তা ফরিদ আহমদ, স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, স্টাফ রিপোর্টার হাসান শাহারিয়ার সুমন, স্টাফ রিপোর্টার নাহিদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, আমি হাওর বেস্টিত জেলা সুনামগঞ্জে যোগদানের পর চারটি স্থানীয় দৈনিক পত্রিকা অনুমোদন পায়। এখানে আমার ভুমিকা রয়েছে। এখানকার গণমাধ্যম কর্মীরা লিখে ভালো। পত্রিকার গুণগত মান বেশ উন্নত। আমি জোড় গলায় বলতে পারি সুনামগঞ্জে কোন হলুদ সাংবাদিকতা নেই। আপনারা সত্য লিখুন, আমার সর্ম্পকে কোন সুনিদিষ্ট অনিয়ম দুর্নীতি থাকলে তথ্যপ্রমাণ সহ সংবাদ প্রকাশ করুন। আমার বিরুদ্ধে লিখতে আমি কাউকে নিষেধ করিনি। সাংবাদিকরা জাতির বিবেক সমাজের দর্পন। দৈনিক এ পত্রিকাটি সাফল্যের সঙ্গে সামনে দিকে এগিয়ে যাক। আমি সুনামগঞ্জবাসীর ভালোবাসার ঋণে আবদ্ধ। বিগত কয়েক মাস আগে আমার বড় একটি পদোন্নতি হয়েছিলো কিন্তু আমি তা গ্রহণ করিনি কারণ সুনামগঞ্জকে একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তুলার লক্ষ্যে আমি বেশ কিছু উন্নয়ন মূলক কাজ হাতে নিয়েছি। এগুলো এখন বাস্তবায়নের পথে আবার অনেক কাজ চলমান রয়েছে। আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে আমি সুনামগঞ্জবাসীকে একটি উন্নত সুন্দর সুনামগঞ্জ উপহার দিতে চাই।
দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহম তালুকদার, সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দৈনিক সুনামগঞ্জের সময় সবসময় জনগণের স্বার্থ নিয়ে উচ্চ স্বরে কথা বলে। আমরা জনগন ছাড়া আর কারো নিকট দায়বদ্ধ নই। আমাদের হাত বাঁধা নেই কারো কাছে কলম বন্ধক রাখিনি। স্বাধীন সাংবাদিকতার চর্চা করি।