খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জে প্রার্থীতা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। চায়ের আড্ডা থেকে শুরু করে রাজপথ, সর্বত্র চলছে জেলা পরিষদ নির্বাচনী আলাপ- আলোচনা। চুলচেরা বিশ্লেষন চলছিল কে পাবে নৌকা প্রতীক। এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সর্ব মহলে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদ বর্তমান প্রশাসক জেলা আওয়ামিলীগের সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টসহচর এবং বঙ্গবন্ধুর একান্ত চীফ সিকিউরিটি অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ। শুক্রবার সন্ধায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৭ জেলার জেলা পরিষদ চেয়ারম্যাদের নাম ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে মহিউদ্দিন আহম্মেদের নাম ঘোষণা করেন। ঘোষণার পর রবিবার বিকালে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফরিদা আহম্মেদ রুনী ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য প্রার্থী এডভোকেট শামছুন নাহার শিল্পী মহিউদ্দিন আহম্মেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।