খোলা বাজার২৪, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬: বাগেরহাটের মোরেলগঞ্জ সড়কের বাসের চাপায় বাহাদুর হাওলাদার (৩৫) নামের এক নসিমন চালক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে মোরেলগঞ্জ উপজেলার জোকা নামক স্থানে এ দূঘটনা ঘটে। নিহত বাহাদুর হালদার দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলিয়া গ্রামের তৈয়ব আলী হালদারের ছেলে।
বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো জ- ০৬০-১২৩ নং যাত্রীবাহী বাসটি জোকা নামক স্থানে পৌছালে নসিমন সহ চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক বাহাদুর হালদার মারা যায়। ঘাতক গাড়িটি পালিয়ে যাবার চেষ্টা করলে জনতা আমতলা নামক স্থানে আটক করে। গাড়ির চালক পালিয়ে যায়। পোলেরহাট ফাঁড়ি পুলিশ গাড়িটি আটক করে ও লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেন।