খোলা বাজার২৪, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬: বর্তমান সরকারের যে উন্নয়ন চট্রগ্রামে হচ্ছে তাই প্রমাণ করে আগামীতে চট্টগ্রাম ওর্য়াল্ড ওয়াইড সিটিতে রূপান্তরে হবে।দেশে উন্নয়নের হাওয়া বইছে । সেই উন্নয়নে ঢাকা-চ্ট্টগ্রাম হাইওয়ে রোড চালু,ইকুনোমিক জোন,ডিপ সী-পোট,টার্নেল সহ আগামীতে এক্সপ্রেস রোড এর কাজ নিয়ে৬/৮লেইন সড়ক করে সিটি কে ওর্য়াল্ড ওয়াইড সিটিতে রুপান্তরিত হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম. পি,।তিনি আজ সকালে সিএমসিসিআই কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোর্ট ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিতে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোর্ট ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বেগম মাহজাবিন মোরশেদ এম.পি এবং চট্টগ্রাম ওমেন চেম্বার পরিচালক বেগম আবিবা মোস্তফা,ফেয়ার-২০১৬ কনভেনার ও পরিচালক আমিনুজ্জামান ভূঁইয়া, সহ সভাপতি আলীহোসেন আকবরআলী, সহ সভাপতি এ.এম.মাহবুব চৌধুরী, পরিচালক আব্দুস সালাম, আলহাজ্ব মো: শফি, লোকমান হাকিম এবং বেগম সুলতানা শিরিন আক্তার।
সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান তার বক্তব্যে চট্টগ্রামের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, বিরাজমান সুযোগ সুবিধা, অবকাঠামো ইত্যাদির কারনে বেসরকারী খাতের অবদান আশানুরুপ হতে পারছে না। না হয় বেসরকারী খাত আরও বেশি অবদান রাখতে সক্ষম। উদাহরন হিসাবে বলা হয়েছে যে, একসময় সিআই শীট বিদেশ থেকে আমদানী করা হতো আর এখন দেশীয় কলকারখানায় উৎপাদিত উন্নতমানের পন্য দেশের চাহিদা মিলিয়ে বিদেশে রপ্তানী করা হচ্ছে।
তিনি আরো বলেন, যথাযথ পৃষ্ঠপোষকতা এবং নীতিসহায়তা অব্যাহত থাকলে আগামীতে এরকম আরও বহু পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করে আমদানী নির্ভরতা বহুলাংশে কমানো যাবে।
মেলার কনভেনার আমিনুজ্জামান ভূঁইয়া তার বক্তব্যে, মেলার বিভিন্ন দিক নিয়ে সবাইকে অবহিত করেন এবং সার্বিক কার্যক্রম তুলে ধরে সকলের সহযোগিতা চেয়ে মাস ব্যাপি রপ্তানী মেলার সাফল্য প্রত্যাশা করেন।