খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬:১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা জাসদের উদ্যোগে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। গণমিছিল শেষে জেলা জাসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, নাজমুল আরেফিন তারেক, ওয়াশিকার মো. ইকবাল মাজু, আলী আকবর, গৌতম চন্দ্র মোদক, আনছার আলী, জেলা জাসদ সম্পাদক গোলাম মারুফ মনা, সাংবাদিক নুরুজ্জামান প্রধান, নুর মোহাম্মদ বাবু, যুবজোট জেলা সম্পাদক সুজন প্রসাদ প্রমুখ।