খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: এডভোকেট মৃণাল কান্তি দাস এম.পি ও কাজী নজিবউল্লা হিরুকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলায়তনে বার্ষিক ভোজসভায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হওয়ায় এবং মুন্সীগঞ্জের জামাই বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী নজিবউল্লা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাদের এ সংবর্ধনা দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী। মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বার্ষিক ভোজসভায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) খন্দকার ফিরোজ মোহাম্মদ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.কে.এম মোজাম্মেল হক চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বদরুল আলম ভূঁইয়া, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, এডভোকেট কাজী আফছার হোসেন, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট শ.ম.হাবিবুর রহমান, এডভোকেট এ.কে.এম নাসিরুজ্জামান, এডভোকেট আব্দুল মতিন পিপি। এছাড়াও আরো বক্তব্য রাখেন জিপি লুৎফর রহমান, শাহীন মোহাম্মদ আমান উল্ল্যাহসহ বেশ কয়েকজন আইনজীবী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম পল্টু।
বার্ষিক ভোজসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে জজশীপের বিচারকগণ, বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।