Tue. Aug 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: 28 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দুপুরে লিখিত বক্তব্যে চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম জানায়, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ”১ম অন্তর্জাতিক এসএমই মেলা-২০১৬” এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ০৩ ডিসেম্বর ২০১৬ ইং শনিববার সকাল ১১.০০ টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।

৩-৫ ডিসেম্বর অনুষ্ঠিত এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্প মন্ত্রী জনাব আমির হোসেন আমু এম.পি. এবং বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ, নৌ-পরিবহন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য জনাব এম. এ. লতিফ এমপি উপস্থিত থাকবেন। এ সময় সহ সভাপতি সৈয়দ জামাল আহম্মদ,মেলা কমিটির আহবায়ক মাহফুজুল হক শাহ,মেলা কমিটির সদস্য ওয়াহিদ সিরাজ স্বপন,অঞ্জন শেখর দাশ,হাবীবুল হক,চেম্বার পরিচালক আকতার হোসেন,কামাল মোস্তফা উপস্থিত ছিলেন।

এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।মেলায় কৃষিজাত পন্য,চামড়া জাত পন্য,হস্তশিল্প,প্লাষ্টিক,অটোমোবাইল,লাইট ইঞ্জিনিয়ারিং,ক্যাবল এন্ড ওয়ার,মেটাল সিকিউরিটি,পর্যটন হজ্ব প্যাকেজ সহ ২৫ টি পন্য সম্পর্কে দর্শনার্থীরা অবগত হতে পারবেন জানানো হয়।এ ছাড়া নেতৃস্থানীয় অনেক ব্যাংক মেলায় অংশগ্রহন করছে।

অন্যরকম