খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের কার্যালয়ে গিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫টি ওয়ার্ডে ১৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডে ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যানে পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক ছাড়াও অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জাতীয় পর্টির (মঞ্জু) মনোনীত প্রার্থী মো. আশরাফুল ইসলাম ও এ এইচ এম ফজলুল হক হাসনাত। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেলদার হোসেন নামে একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।