খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: পিরোজপুর প্রতিনিধিঃ জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহ আলম পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক থেকে পদত্যাগের পরেও গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অফিস করেছেন। আর এ ঘটনাটিকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি লঙ্ঘন বলে তাঁর প্রতিপক্ষ অভিযোগ করেছেন। এ ব্যাপারে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
এর আগে দুপুরে নেতা-কর্মীদের নিয়ে মোঃ শাহ আলম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। সেখান থেকে এসে তিনি জেলা পরিষদের হলরুম ব্যবহার করে নেতা-কর্মীদের নিয়ে মধ্যাহৃ ভোজে মিলিত হন।
অধ্যক্ষ শাহ আলম আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিপক্ষের অভিযোগ পদত্যাগ করার পর তিনি পুরোনো তারিখে অফিসে ফাইলপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজে স্বাক্ষর করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে তাঁকে তার নেতা-কর্মী-সমর্থক পরিবেষ্টিত অবস্থায় পিরোজপুর জেলা পরিষদ ভবনে প্রশাসকের অফিস কক্ষে চেয়ারে বসে নির্বাচনী আলাপ করতে দেখা যায়।