
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থীরা হলেন সদ্য পদত্যাগকারী জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ মোঃ শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মশিউর রহমান মহারাজ ও আব্দুল্লাহ মাসুদ।
উল্লেখ্য, মোঃ শাহ আলমকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন দেয়া হয়েছে।