খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬:
বাগেরহাট : বাগেরহাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের শেখ কামরুজ্জামান টুক। অন্যদিকে সাধারণ সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাথিলের শেষ দিনে সকাল থেকে প্রার্থীদের পক্ষে বিভিন্ন উপজেলা থেকে কর্মী ও সমর্থকরা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়। পরে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। জেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমিন মল্লিক বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে এক মাত্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু ও সাধারণ সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুরে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কাছে মনোনয়পত্র জমা দেন। এসময় পৌরসভার মেয়র ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।