খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬:
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনে আগ্রহীরা বৃহস্পতিবার শেষ দিনে উৎসবমুখন পরিবেশে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল। এই সময় সাংবাদিকদের বলেন, তিনিই আওয়ামীলীগ দলীয় সমর্থন পাওয়া একমাত্র প্রার্থী।
এর আগে সকাল মনোনয়ন পত্র জমা দেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আলাউদ্দীন টিপু,তিনি জাতীয় পার্টির রাজনীতি করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এদিকে আওয়ামীলীগের দলীয় সমর্থন চেয়ে না পেলেও চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান তোতা। অন্যদিকে চেয়ারম্যান পদে চাঁপাইনবাবগঞ্জ বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওহেদ ও এ্যাড. আফসার আলী ও খুরশেদ আলম বাচ্চু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।