খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মৃত ছফির উদ্দিনের মানসিক ভারসাম্যহীন ছেলে মনির হোসেন(২৭)কে ফিরে পেতে বৃদ্ধা মা মরিয়ম বেগম বিভিন্ন জায়গায় হন্যে হয়ে ছুটছেন।
মনিরের মা মরিয়ম বেগম জানান, আমার মানসিক ভারসাম্যহীন ছেলে মনির হোসেন(২৭)গত ৩১ অক্টোবর বাড়ি থেকে কিছু না বলে চলে যায়। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট, মুখমন্ডল লম্বাকৃতি। গোলাপী ও কালোর মধ্যে রেক শার্ট ও লুঙ্গি পরিহিত।
এ ব্যাপারে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং২৫৯ তাং ০৮/১১/২০১৬) করা হয়েছে। কোন সুহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে (মোবাইল নং ০১৯৩২৩৪৪৫৬২) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।