খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন সাদেক কুরাইশী। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা আ:লীগের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন। তফশিল ঘোষণার পর থেকেই ঠাকুরগাঁওয়ে সর্বত্র ভোটারদের মধ্যে চলছে নির্বাচন নিয়ে নানা হিসাব-নিকেশ। বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন সাবেক জেলা প্রশাসক জেলা আ:লীগের সাধারণ সম্পাদক প্রবীন রাজনিতিবিদ জনাব সাদেক কুরাইশী। পহেলা ডিসেম্বর দুপুরে জেলা আ:লীগের অফিস থেকে দলীয় নেতাকর্মদের নিয়ে আনন্দ ঘন পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।
৩০শে নভেম্বর অনেক সদস্যই মনোনয়ন জমা দিয়েছেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিঞা। পহেলা ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। তাই উপজেলা নির্বাচনের প্রার্থীরা সকলই মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা যায়। জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিঞা জানান, জেলার ৫৩টি ইউনিয়ন, ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ইলেকটোরাল ভোটারদের (চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলর) নিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি আর ও বলেন আজ পহেলা ডিসেম্বর সব প্রার্থী-ই মনোনয়ন জমা দিবে ।