খোলা বাজার২৪, শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬: আগামী ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার ১ ডিসেম্বর সকাল থেকে বিকাল ৫ টা পযর্ন্ত ১২১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।এর মধ্যে চেয়ারম্যান ৬ জন সাধারণ সদস্য ৯২ জন ও নারী সদস্য ২৩ জন জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কমকর্তা মো. তোফায়েল ইসলাম মৌলভীবাজার সংবাদ সংস্থা ‘এনবিএস’কে বিষয়টি নিশ্চিত করেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ সমর্থিত ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, দৈনিক বাংলার দিন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশী ইকবাল আহমদ, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ এম এম শাহীন,যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এম এ রহিম শহিদ,যুক্তরাজ্য প্রবাসি কমিনিউটি নেতা শাহাব উদ্দিন শাবুল, যুক্তরাজ্য প্রবাসি ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের সভাপতি সুহেল আহমদ।
রির্টানিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, ৩ থেকে ৪ ডিসেম্বর যাচাই বাচাই ১১ডিসেম্বর প্রত্যাহার ও ১২ ডিসেম্বর প্রতিক বরাদ্ব উল্যেখ জেলা পরিষদ নির্বাচনে ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌর সভায় মোট ভোটার ৯৫৬ জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করবেন ।