খোলা বাজার২৪, শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬: শরীয়তপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার রাত অনুমান ১টায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরেমান প্রায় কোটি টাকা ।
প্রত্যক্ষদর্শীরা জানান , বৃহস্পতিবার সারাদিন দোকান করে ব্যবসায়রা বাসায় চলে গেছে। রাত অনুমান ১টায় পুরাতন বাসষ্ট্যান্ডের নিকট ঢাকা-শরীয়তপুর মহসড়কের পাশে একটি রংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আগুন আশে পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশে পাশের স্থানীয় লোকজন ও শরীয়তপুর ফায়ার সার্ভিস, মাদারীপুর ফায়ার সার্ভিস ও ডামুড্যা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কালাম খানের রংয়ের দোকান, শাহিন খানের কোকারিজের দোকান আফজাল খানের স্টীলের দোকান ও হাকিম মাদবরের তুলি ফার্নিসাসসহ ৬টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ কোটি টাকা । ধারনা করা হচ্ছে আফজাল হোসেনের রংয়ের দোকানে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তুিল ফার্নিসাসের মালিক আঃ হাকিম মাদবর বলেন, রাত অনুমান ১টায় আগুন লেগে আমার দোকা দোকানের ছিনের কারখানা সহ সবকিছু পুড়ে গেছে। দোকানে থাকা নগদ টাকা ও পুড়ে গেছে। এতে আমার কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ব্যাংকে বহু টাকা লোন আছে। আমি কি করে পরিশোধ করবো।
ব্যবসায়ী শাহিন খান বলেন, আগুনে আমার দোকান ও মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা ঘর থেকে কিছুই সরাতে পারিনি।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আঃ রহমান বলেন, রাত ১-১০ মিঃ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনেছি। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ৫০ লাখ টাকা হবে।
পালং মডেল থানার ওসি মোঃ খলিলুর রহমান বলেন, আগনের খবর পেয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রনের জন্য পুলিশ পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রন করা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করেছে।