Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬: নরসিংদী জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত ৫ আসনে ১৫ জন এবং ১৫টি ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। নরসিংদী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আর এই নির্বাচনে নরসিংদীর জেলাকে ১৫টি সাধারন ওয়ার্ডে এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপরে নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের হাতে মনোনয়নপত্র জমা দেন বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. আসাদোজ্জামান বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার হাতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক আ: মতিন ভূইয়া। আগামী ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর বাছাই এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ৬৯টি ইউনিয়নের ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।