Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬: নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারন সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত বৃহষ্পতিবার ১লা ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত ১টি চেয়ারম্যান পদের অনুকলে ২ জন, ১৫টি ওয়ার্ডের জন্য ১৫টি সাধারন সদস্য পদের বিপরীতে ৩২ জন এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ডে ৫ টি মহিলা সদস্যের বিপরীতে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান পদে নওগাঁ জেলা পরিষদের সাবেক প্রশাসক আওয়ামীলীগের প্রার্থী এ্যাড. এ কে এম ফজলে রাব্বী এবং জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা জেলার ১১টি উপজেলা পরিষদ, ৩টি পৌরসভা এবং ৯৯টি ইউনিয়নের নির্বাচিত জন প্রতিনিধি ১ হাজার ৩শ ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩৮ জন এবং মহিলা ভোটার ৩১৭ জন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান জানিয়েছেন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
ইতিমধ্যে জেলায় ১৫টি ওয়ার্ডের জন্য ১৫টি ভোটকেন্দ্র নির্ধারন করা হয়েছে। নির্বাচন গ্রহনের জন্য কর্মকর্তাদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে।