Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

রাজশাহীতে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার  19 রাজশাহী সীমান্তে ৫১০ বাতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়র (বিজিবি)। রাজশাহী শহর সংলগ্ন পদ্মার ৬০ বিঘা চর এলাকা থেকে ওই ফেনসিডিল উদ্ধার করে বিজিবির খানপুর ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে রাজশাহী ১-বিজিবির অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে খানপুর সীমান্ত ফাঁড়ির একটি দল নগরীর মতিহার থানার ৬০ বিঘা পদ্মার চরে নিয়মিত টহল দিচ্ছিলো। এসময় ফেনসিডিল চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মিনহাজ উদ্দিন। বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত এসব ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা। এসব ফেনসিডিল ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে। পরে সময়মত তা জনসম্মুখে ধংস করা হবে।