Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬:  আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার দিনব্যাপী ‘লার্নিং এন্ড আর্নিং মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের (আইসিটি) বিভাগের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সকাল ৯টায় মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য সাংসদ আব্দুল ওদুদ।চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর রেজা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের তরুনদের বেকারত্ব দূর করনে লার্নিং এন্ড আর্নিং কর্মসূচী হাতে নিয়েছে। এর মাধ্যমে তরুনরা নিজেদেরকে দক্ষ করে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারবে। তিনি লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় ৫০ দিনের ট্রেনিং এ অংশগ্রহনকারীদের ভালোভাবে শিক্ষা গ্রহনের আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মেলার উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন প্রকল্পের আ্যসিট্যান্ট ম্যানেজার নাঈন-আল-আমিন ও প্রকল্পের কো-অর্ঢিনেটর মাহবুবর রহমান শাকিল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় আউটসোর্সিং বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সফল ফিল্যান্সারা। মাঝে মাঝে চাঁপাইনবাবগঞ্জের সফল ফিল্যান্সাররা তাদের সফলতার গল্প তুলে ধরেন। মেলায় ফ্রিল্যান্সিং এ আগ্রহী তরুনদের ছিল উপচেপড়া ভিড়। বিকালে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিন ব্যাপী এ আয়োজন।