খোলা বাজার২৪, শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬: সিরাজদিখান উপজেলার মালখানগর দাখিল মাদরাসার সহ সুপার হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোছাইন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। সে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিবিখান গ্রামের মরহুম আবুল হোছাইনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। গত রবিবার মাদরাসায় ডিউটি অবস্থায় হঠাৎ ব্রেন ষ্ট্রোক হলে তাকে ঢাকার ইসলামিয়া হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাত ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মালখানগর দাখিল মাদরাসা মাঠে ১ম যানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। বিকালে সেখানে ২য় যানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মালখানগর দাখিল মাদরাসায় শিক্ষকতা করছেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির সদস্যবৃন্দ, মাখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান মৃধা এবং মালখানগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ গভীর শোক ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।