খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকার তার অবস্থানে দৃঢ় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ইউনেস্কোর প্রতিবেদন বাধা হয়ে দাঁড়াবে না। সরকার তার অবস্থানে দৃঢ়।
তিনি আরও বলেন, রামপাল নিয়ে ইউনেস্কোর প্রতিবেদনের জবাব দেয়া হয়েছে। নিজস্ব গতিতে চলবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ।