খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: বেনাপোল সীমান্ত পথে বেড়েছে অস্ত্র ও মাদক পাচার। পুলিশ বিজিবি ও র্যাব সদস্যরা বেনাপোল ও শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র ৮রাইন্ড গুলি ৩টি ম্যাগাজিন-১০টি বোমা ও দেড় কোজি হিরোইন ও শতাধিক বোতল ফেনসিডিল সহ১১জনকে আটক করে প্রশাসনের সদস্যরা। আটককৃতদেরকে যশোর কোর্ট হাজতে প্রেরন করে পুলিশ।
২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায় লে: কর্নেল আরিফুল ইসলাম জানান,শুক্রবার গভীর রাতে বেনাপোল গাতিপাড়া সীমান্তের তেরঘরা এলাকা থেকে ২টি অস্ত্র ৫রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ আটক করা হয় মুকুল নামে এক অস্ত্র ব্যাবসায়িকে। এদিন রাতে পুটখালি এলাকা থেকে ফেনসিডিল সহ ২ যুবককে আটক করে বিজিবি। তাদেরকে পোর্ট থানায় সোপর্দ করেন তারা। শার্শা থানার ওসি মনিরুজামান মনির জানান,শুক্রবার বেনাপোল মহিসাকুড়া গ্রামে বোমা তৈরী কালে বিস্ফেরনে আহত হয় আসানুর নামে এক সন্ত্রাসী। তাকে আটক করা হয় পরে তার কাছ থেকে ১০টি বোমা ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যগজিন জব্দ করা হয়। একই দিনে শার্শা রামচন্দ্রপুর এলাকা থেকে একটি পাইপগান সহ শহিদুল নামে এক সন্ত্রাসীকে আটক করেন তারা। পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান,বেনাপোল সাদিপুর এলাকা থেকে দেড়কেজি হিরোইন সহ ৬মাদক ব্যাবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের যশোর কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
আটককৃদের বিরুদ্ধে অস্ত্র বিস্পোরক ও মাদক আইনে মামলা হয়েছে।