খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: দিনাজপুরের ফুলবাড়ীতে দি লেপ্রসী মিশন এর সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিবন্ধীদের নিয়ে এক র্যালী বের হয়। র্যালীটি পৌর শহর প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে শেষ হয়। এবারকার প্রতিপাদ্য বিষয় ছিল “টেকসই,ভবিষ্যৎ গড়ি,১৭টি লক্ষ অর্জন করি”। সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনে এক আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারন সম্পাদক শচিন সিংহ,কোষাধক্ষ শীতল চন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী দি লেপ্রসী মিশন প্রজেক্টের সিডিএফ এর উজ্জল প্রমানিক ও মোছাঃ সাবিনা ইয়াসমিন। আয়োজনে ছিলো ফুলবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন।প্রতিবন্ধী দিবস পালন অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলার ৩০ থেকে ৪০ জন প্রতিবন্ধী অংশ নেয়। এ ছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাকর্মচারী ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগন।