Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬:  একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় বরগুনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন।

শনিবার ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইর শেষ দিনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি বরগুনা জেলার সভাপতি ও সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদের দাখিলকৃত মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তা বাতিল করে জেলা নির্বাচন অফিস। একই সময়ে যাচাই বাছাইএ বরগুনা সদর ওয়ার্ডের সংরক্ষিত তিন নারী সদস্যপদপ্রার্থীর দু’জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সানজিদা মনা নামের অপর এক সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী।

এদিকে চেয়ারম্যান পদে সাবেক সাংসদ দেলোয়ার হোসেনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে খুশীর জোয়ার বয়ে যায় দেলোয়ার সমর্থক নেতা-কর্মীদের মাঝে। এ খবরে আনন্দিত হয়ে পড়েন বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষও। বেলা ১১টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে রাস্তার মোড়ে, দোকানে, কারখানায় মিষ্টি বিতরণের চিত্রও দেখা যায়।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দানের শেষ দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র দাখিল করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদ। ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইর শেষ দিনে দেলোয়ার হোসেনের একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী জাতীয় পার্টি বরগুনা জেলার সভাপতি ও সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদের দাখিলকৃত মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকায় তা বাতিল করে জেলা নির্বাচন অফিস।