Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬:  বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় নিজ পুত্রদের বিরুদ্ধে চিকিৎসা খরচের কথা বলে বাড়ী-ঘর দখল করে পিতা-মাতাকে বাড়ী থেকে বের করার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আহুত এক সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে নিজ সন্তানদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন মোড়েলগঞ্জ সদরের পৌর এলাকার মৃত হাজী কাশেম আলীর পুত্র মাওঃ আব্দুল ছত্তার হাওলাার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ ৩০ বছর দৌদি আরব ও কাতারে মসজিদের ইমাম পদে চাকুরী করিয়া দেশে ফিরে অসি। দেশে আসার পর আমি আমার অর্জিত টাকা-পয়সা দিয়ে মোড়েলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে সোনালী ব্যাংক রোর্ডে ৯শ ৩৭লিং জমির উপর চারতলা বিশিষ্ট বাড়ী নির্মান করে পরিবার নিয়ে বসবাস করতে ছিলাম। সম্প্রতি আমি হৎট্য অসুস্থ হয়ে পাড়লে উন্নত চিকিৎসার কথা বলে আমার চার ছেলে ইব্রহিম হাওলাদার, ইসমাইল হাওলাদার, ইসাহাক হাওলাদার ও ইউসুফ হাওলাদার সড়যন্ত্র করে জনৈক এক জনকে ভূয়া ডাক্তার সাজিয়ে আমার কাছে নিয়ে আসে। এসময় আমি সজ্যাসয়ি অবস্থায় আমার ছেলেরা আমাকে চিকিৎসা খরচের কথা বলে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। পরে আমি সুস্থ হয়ে জানতে পারি আমার চর ছেলে ষড়যন্ত্র করে আমার বাড়ী লিখে নিয়েছে। ঘটনার পর আমি আমার ছেলেদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দেয়ার চেষ্টা চালালে আমার ছেলেরা আমি এবং আমার স্ত্রীকে পাগল আখ্যা দিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাকে নির্যাতন ও মারপিট করে। পরবর্তিতে আমি ভূয়া ওই দলিল বাতিল করার জন্য আদালতে মামলা করি যার নং-দেওয়ানী ৫৭/১৬। মামলা দায়েরের পর থেকে আমার ছেলেরা আমি এবং আমার স্ত্রী মরিয়াম বেগমের উপর হুমকী-ধামকীসহ শাররীক ও মানষিক নির্যাতন চালিয়ে বাড়ী থেকে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসময় কান্না জড়িত কণ্ঠে আব্দুল ছত্তার ও স্ত্রী মরিয়াম বেগম বলেন, বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে সম্পত্তি ও বাড়ীর জন আমার ছেলেরা যে কোন সময় আমাদের হত্যা করতে পারে। এ অবস্থায় অত্যচারী ছেলেদের হাত থেকে রক্ষা পেতে আমার প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।