খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: মুন্সীগঞ্জে মেলায় শিশু মৃত্যুর ঘটনায় লোকসমাগমে ভাটা পড়েছে। ফলে প্রবেশ পথে ৫টাকা ফি বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার থেকে আর প্রবেশের জন্য টাকা দিতে হচ্ছে না দর্শণার্থীদের।
মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে নবান্ন মেলা কর্তৃপক্ষের অসচেতনায় নাগর দোলার কার্নিসের সাথে আঘাত লেগে রবিউল ইসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের জেলা স্টেডিয়ামে নবান্ন মেলার নাগর দোলায় এ দূর্ঘটনা ঘটে। জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভা আয়োজনে বিগত প্রায় ২০ দিন যাবত এ মেলা চলে আসছিলো বলে জানা যায়। প্রত্যক্ষদর্শিরা জানায়, শিশুদের প্রিয় নাগর দোলা তাই শিশুরা সবচাইতে বেশি উঠেন এই রাইডে । কিন্তু মেলা কর্তৃপক্ষের অসচেতনতার ফলে এই দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ মেলায় আগতদের । রাইডে উঠার আগে নিয়ম কানুন সর্ম্পকে শিশুদের সর্তক না করায় শিশুটি তার মাথা বের করলে নাগর দোলার কার্নিসের সাথে আঘাত লেগে নিচে পড়ে যায়। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রবিউল ইসলাম শহরের উত্তর ইসলামপুরের মোখলেছ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ কিরন মিয়ার ছেলে। অন্যদিকে বছরের শেষ সময়টি এখন বাচ্চাদের জেএসসি, জেডিসিসহ অন্যান্য পরিক্ষা চলছে। পরিক্ষার সময়ে এমন একটি মেলার আয়োজন করায় অভিভাবকদের মনে নানা ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। বাচ্চাদের বায়না মেটাতে অনেকটা বাধ্য হয়েই অভিভাবকরা শিশুদের মেলায় ঘুরতে নিয়ে যাচ্ছে। এতে বাচ্চাদের পরিক্ষার ফলাফলে খারাপ প্রভাব পড়তে পাড়ে বলে ধারনা করা হচ্ছে।
অপরদিকে মেলার ভিতরে ঘুরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, নাগর দোলাটি শুরু থেকে হাতে দিয়ে ঘুরানো হয়েছে। ২দিন যাবৎ মটর দিয়ে চালানো হচ্ছে। মটরে চালাতে গিয়ে হঠাৎ করে মটরটি বিকল হয়ে উল্টা ঘরতে থাকে। উল্টো ঘুরতে গিয়ে নাগর দোলার ঐ ছেলেটি উল্টো হয়ে গেলে মাথা বেরিয়ে যায়। মাথা বাহিরে বেরিয়ে যাওয়ার সাথে সাথে মাথায় আঘাত লাগে এবং নীচে মটরের উপর পড়ে যায়। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় ওখান থেকে তুলে নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইউনুচ আলী জানান, মেলায় ঘুরতে এসে নাগর দোলায় চড়ে শিশু রবিউল। অসাবধানতায় এ দূর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।