খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: নিজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সস্মেলন করেছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান।
আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের ছোটবাজারের জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সন্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিতিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের ব্যানারে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, মতিয়র রহমান খান । যিনি জেলা পরিষদ প্রশাসক এবং জেলা প্রেসক্লাবেরও সদস্য। বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান ছাড়া সাধারন সম্পাদক পদে রয়েছেন আশরাফ আলী খান খসরু। এই কমিটিতে আর কোন সদস্য নেই। সংবাদসম্মেলনে আশরাফ আলী খান খসরু অনুপস্থিত ছিলেন। তবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবলিক প্রসিকিউটর জিএম খান পাঠান বিমল, বাংলা ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম, কলমাকান্দা উপজেলা আওয়ামীলী সভাপতি চন্দন বিশ্বাস উপস্থিত ছিলেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে চক্রান্তকারীদের প্রতি সজাগ থেকে দলের নেতাকর্মীদের দলের ভাবমূর্তিকে সমুন্নত রাখার আহ্বান জানান।
গত ২৮ নভেম্বর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. সামছুজ্জোহা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ অভিযোগ দায়ের করেন। অভিযোগে দুই জন কে হত্যা, বাড়ি-ঘরে লুটপাটসহ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থা অভিযোগটি আমলে নিয়ে নথিভুক্ত করেছে।