খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: টেকসই ভবিষ্যত গড়ি, ১৭ লক্ষ অর্জন করি” শ্লোগানকে সামনে রেখে ২৫ তম আন্তর্জাতিক এবং ১৮ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনাসভা অুনষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এক আলোচনসভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আইনুর আক্তার পান্না, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন বাংলাদেশে একটি বৃহত্তম অংশ হচ্ছে প্রতিবন্ধীরা। তাদেরকে অবহেলার চোখে না দেখে সরকারের পৃষ্টপোষকতায় এবং সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে তাদেরকে সু শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে দেশের কল্যাণে অবদান রাখা সম্ভব। তাই সকলকে তাদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।