খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: জামালগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড বাস্তবায়নে গত শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ হলরুমে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে সভাপ্রতিত্ব করেন স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মনিসর চৌধুরী। মেডিকেল টেকনোলজিষ্ট ই পি আই শৈলেন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় বিষয় ভিত্তিক স্বাগত বক্তব্য রাখেন ডা: মনিসর চৌধুরী, আগার্মী ১০ডিসেম্বর সারা দেশের ন্যায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অংশ হিসেবে জামালগঞ্জ ৫ টি ইউনিয়নে ৬মাস থেকে ১১ মাস বয়সের ৩ শত ২জন শিশুকে নীল রংয়ের, ১২ মাস থেকে ৫৯ মাস পযর্ন্ত বয়সের ২৩২২৪ জনকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান। এ জন ১২০ টি কেন্দ্র যাপন করা হয়েছে । কেন্দ্র গুলোতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী,পরিদর্শক,ব্র্যাক ও কেয়ার বাংলাদেশের স্বাস্থ্যকর্মী সহ ৪ শতাধিক সেচ্ছাসেবী কাজ করবে । বিষয় ভিত্তিক আরো বক্তব্য রাখেন, ও উপজেলা প: প: কর্মকতা, জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান, ডা: নিলাক্ষী শেখর তালুকদার, ডা: আনোয়ার হোসেন শিশির, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপ্রতি অঞ্জন পুরকায়স্থ, স্যানিটেশন কর্মকর্তা আহসান আলী, স্বাস্থ্য পরিদর্শক স্বেতাঙ্গ তালুকদার, যতীন্দ্র দাস, হীরক গোশ্বামী, তরিৎ দেবনাথ, সংগীতা বৈদ্য প্রমুখ । বক্তাগন প্রতেকে স্বস্ব অবস্থানে থেকে ক্যাম্পেইনকে সফল করার আহবান জানান ।