Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: 51 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপের কারণে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই ছাত্রী। শনিবার সকাল ১১টায় ঐ দুই ছাত্রীর অভিভাবকের কাছে লিখিত অঙ্গীকার নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,৪ ডিসেম্বর উপজেলার সেনগাঁও ইউনিয়নের অতুল চন্দ্র রায়ের মেয়ে এবং পীরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী চন্দনা রায়(১৭) ও একই তারিখে জাবরহাট ইউনিয়নের সবেন চন্দ্র রায়ের মেয়ে এবং দক্ষিল মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণী পড়–য়া ছাত্রী দিতি রাণী(১৬) বিয়ের তারিখ ঠিক করা হয়। ১৮ বছরের নিচে ঐ দুই ছাত্রীর বয়স হওয়ায় স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঐ দুই ছাত্রীর অভিভাবককে ডেকে পাঠায় উপজেলা প্রশাসন। শনিবার উপজেলা ভূমি অফিস কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার মোর্শেদ এর কাছে ঐ দুই ছাত্রীর অভিভাবক ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দিবে না এমন লিখিত অঙ্গীকার করার প্রেক্ষিতে বাল্যবিয়ে বন্ধ হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার মোর্শেদ বলেন, লেখাপড়া শেষে প্রাপ্ত বয়স্ক হলে মেয়েদের বিয়ে দেবেন বলে লিখিত অঙ্গীকার করেছেন ঐ দুই ছাত্রীর বাবা-মা। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,‘বাল্যবিয়ের বিরুদ্ধে আমরা প্রশাসন সোচ্চার আছি। খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’