খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এম.পি. বলেছেন–ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। এ খাতের উপর ভর করেই দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। রপ্তানি প্রবৃদ্ধি, পণ্য বৈচিত্রকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচনসহ দেশের অর্থনৈতিক কর্মকান্ডের সিংহভাগ এ খাত নিয়ন্ত্রণ করে “বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য একটি টেকসই ও সুসংহত এসএমই শিল্পখাত গড়ে তোলা অপরিহার্য।” দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে শনিবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১ম আন্তর্জাতিক এসএমই মেলা-২০১৬ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।।
তিনি আরো বলেন টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার উল্লেখ করে তা বাস্তবায়নে শিল্প খাতের বিভিন্ন গুণগত পরিবর্তনের লক্ষ্যে তাঁর মন্ত্রণালয় কাজ করছে বলে জানান। শিল্পমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের দক্ষতা বাড়াতে শীঘ্রই জাতীয় এসএমই নীতিমালা ঘোষণার কথা জানিয়ে বলেন-দেশের কোথায়, কোন ধরণের এসএমই শিল্প স্থাপন, উদ্যোক্তা প্রণোদনা ও নীতি সহায়তার পাশাপাশি এলাকাভিত্তিক তরুণ ও সৃজনশীল উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কাজ চলছে।
চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ,চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ ও এসএমই মেলা কমিটির আহবায়ক মাহফুজুল হক শাহ। এ ছাড়া অনুষ্ঠানে চেম্বার পরিচালকবৃন্দ, প্রাক্তন সভাপতি ও পরিচালকবৃন্দ, অনারারী কনস্যূল, ডিপ্লোম্যাটস, সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, সিসিসি কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ট্রেডবডি নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।