খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: জেলায় আল-হেরা (আবাসিক) হোটেল এর নিচ তলায় “মেসার্স রানা এন্ড সন্স” প্রোঃ আশিকুর রহমান (রানা) বিবিন্ন মডেলের টাটা ব্র্যান্ড নিউ কার এর মো-রুম উদ্বোধন করেন শনিবার সন্ধায়। টাটা ব্র্যান্ড এর কার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে এরফান গ্রুপের চেয়ারম্যান, জনাব আলহাজ্ব মোঃ এরফান আলী। বিশেষ অতিথি জনাব রুহুল আমিন মাসুদ ( ডিজিএম, নিটল মটরর্স ) । সভাপতি হিসেবে ছিলেন জনাব এইচ এম আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী।