Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের আমন্ত্রণে সাড়া দিলেও সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে নয়া দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার পিটিআই জানায়, এই সফরের দিনক্ষণ ও কার্যসূচি চূড়ান্ত করতে ঢাকা ও নয়া দিল্লি কাজ করছে।
এদিকে নয়া দিল্লি একথা বললেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় সফর সূচি ঠিক করতে কাজ করছেন তারা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘সব সময়ের মতো বন্ধুত্বের পরিবেশে এসব বিষয়ে আলোচনা চলছে’। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই আমন্ত্রণ গৃহীত হয়েছে’।
‘সফরের তারিখ ও কী কী কর্মসূচি থাকবে সেগুলোসহ বিস্তারিত সফর সূচি ঠিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নয়া দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং ঢাকায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে’।