Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংক পুরোদমে নিয়োজিত হতে চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পালংকার। ওবায়দুল কাদের বলেন, বৈঠকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বি আরটি) প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়।
তিনি বলেন, বিশ্বব্যাংক তিন বছর আগে বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত বি আরটি প্রকল্পে অর্থায়নে রাজী হয়েছিলো। কিন্তু মাঝে বিশ্বব্যাংক এ প্রকল্পতে আগ্রহ দেখায়নি। এখন তারা বাংলাদেশের কর্মকাণ্ডে পুরোদমে নিয়োজিত হতে চাচ্ছে এবং তিনধাপে প্রকল্পটি বাস্তবায়ন করতে চাচ্ছে। প্রথম ধাপে ২৫০ মিলিয়ন ডলারে মহাখালী পর্যন্ত কাজটি করতে চায়। আমরা দ্রুত কাজ শুরু করতে বলেছি। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ২২৫ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করণের প্রস্তাব দিয়েছি। তারা এ বিষয়ে জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ১০ হাজার কোটি টাকা লাগবে।