Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬: 42চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ইছাকের পোল এলাকায় বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে দুই মালিকের ১৬ কক্ষের বসতঘর। রবিবার দুপুরে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৭টি গাড়ি এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বেলা একটার দিকে বাকলিয়ার ইছাকের পোল এলাকার আব্দুল করিম রোডের একটি বস্তিতে আগুন লাগে।খবর পেয়ে চারটি ষ্টেশন থেকে ৭টি গাড়ি গিয়ে আগুন নির্বাপণের কাজ করে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আমরা ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেছি।আগুন থেকে বস্তির পাশে একটি ৪তলা ভবন, আসে পাশের আরো কয়েকটি স্থাপনা রক্ষা করতে পেরেছি। এতে প্রায় ১ কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে এবং দুই মালিকের ১৬ কক্ষের ঘর পুড়ে গেছে।গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হলে মো. জসিমের ১১ কক্ষ এবং নূর বেগমের ৫ কক্ষ ঘর পুড়ে যায়।
এদিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় সিটি কর্পোরেশনের আবর্জনাবাহী গাড়ির ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি গাড়ি ।আজ রবিবার সকালে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রহল্লাদ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টায় অগ্নিকান্ডের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। তবে তাৎক্ষণিক অগ্নিকান্ডের কারন বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।