খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: একজন সাংবাদিকের দায়িত্ব অপরিসীম, যে কোন ঘটনার ভেতরের তথ্য উপাত্ত সংগ্রহ করে আপনারা প্রকাশ করেন। আপনারা সমাজের যে কোন অন্যায় অসংগতি দেখলেই আপনাদের চোখ পড়ে সেখানে। রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন উল্লেখিত কথাগুলো বলেন।
গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী জেলার ৫ উপজেলার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় তিনি বলেন-একজন সাংবাদিকের দায়িত্ব অপরিসীম, যে কোন ঘটনার ভেতরের তথ্য উপাত্ত সংগ্রহ করে আপনারা প্রকাশ করেন। আপনারা সমাজের যে কোন অন্যায় অসংগতি দেখলেই আপনাদের চোখ পড়ে সেখানে। তাই মিডিয়ার দায়িত্ব অনেক বেশী। তাই সব বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আমি নীলফামারীতে দায়িত্ব নেয়ার পর দেখেছি পিছিয়ে পরা নীলফামারীকে মিডিয়া অনেক দুর এগিয়ে নিয়ে গেছে। সংগঠনের পাশাপাশি জেলার সামগ্রিক উন্নয়ন দরকার। জেলার সার্বিক উন্নয়নে আপনাদের সাথে দুরত্ব ঘুচাতে চাই। যে কোন সংগঠন আস্তে আস্তে গড়ে উঠে। চুড়ান্ত পর্যায়ে যেতে হয়তো একটু সময় লাগবে। আপনাদের জন্য আমাদের(জেলা প্রশাসনের) দরজা খোলা রয়েছে। যে কোন বিষয়ে আপনারা আসবেন। সিটিজেন জার্নালিজমের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান হচ্ছে। এখানে এখনো কাজ শুরু হয়নী। জেলায় কার্যক্রম শুরু হলে আপনারা স্বেচ্ছায় সম্পৃক্ত হবেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দীকি দুলাল,সহ-সভাপতি আবু হাচান,সাধারন সম্পাদক আল-অমিন রহমান,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রনজু,ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো, সাংগঠনিক সম্পাদক রবিউল হক রতন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক রুবেল ইসলাম, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায়,সাধারন সম্পাদক বাদশা শাহজাহান,কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশা আলমগীর,সাংগঠনিক সম্পাদক লতিফুল সাফি ডায়মন্ড,ডিমলা রিপোর্টার্স ইউনিটর সভাপতি বাদশা সেকেন্দার,সাধারন সম্পাদক জাহাঙ্গীর রেজা,সাংগঠনিক সম্পাদক মইবুল ইসলাম মিলন, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক সাদিকুর রহমান শাহ্ স্কলার, অর্থ সম্পাদক এন এম হামিদ,ধর্ম বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান মানিক, প্রচার সম্পাদক এম আর রাজু,দপ্তর সম্পাদক একরামুল হক লাবু,সদস্য এস এ প্রিন্স, আব্দুল মালেক ও পারভেজ উজ্জল।