খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ৪ ডিসেম্বর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে ৪ ডিসেম্বর রোববার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধানুয়া কামালপুর শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ মাঠে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতি।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ সুজাত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তৃব্য রাখেন, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ড. মোফাজ্জল হোসাইন, ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আমিন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, স্থানীয় মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার রাশেদুল হক চিশতি, বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।
এতে ১১ নম্বর সেক্টরের যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।