Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬:  ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় রবিবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরের হিন্দু সম্প্রদায়, গাইবান্ধার সাওঁতাল পল্লী, মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ‘বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ সিরাজদিখান উপজেলা শাখা’ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশ নেয়।

বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি হিউবার্ড গোমেজ ও সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্র-যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম বাহাদুর, কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি তাপস কুমার দাস, সাধারণ সম্পাদক তপন রাজবংশী, মুন্সিগঞ্জ জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি বাদল রড রিক্স, বয়রাগাদী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণতোষ দেবনাথ প্রমুখ।