খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তিন তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এসব লাশ উদ্ধার করা হয়। ঘোড়াঘাট থানার ওসি মো. ইসরাফিল জানান, সোমবার সকাল ৯টার দিকে রানীগঞ্জ সড়কের কলাবাড়ি মাদ্রাসা সংলগ্ন বরণ শাহার পুকুরপাড়ে তিন তরুণের লাশ পড়ে থাকার সংবাদ আসে।
নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানালেও তাদের পরিচয় বলতে পারেনি পুলিশ।
ওসি ইসরাফিল বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সবার মাথায় গুলি করা হয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
“তাদের অন্য কোথাও হত্যা করে এখানে এনে লাশ ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”