খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: কক্সবাজারের টেকনাফের নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাবাহী চারটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার সকালে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
এই বিজিবির অধিনায়ক আরো জানান, গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত নাফ নদে টহল দেওয়ার সময় এর তিনটি পয়েন্ট দিয়ে চারটি নৌকা মিয়ানমারের দিকে পাঠিয়ে দেয় বিজিবি।
এ সময় প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন করে রোহিঙ্গা ছিল বলে জানায় বিজিবি।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে কয়েক দিন ধরে বহু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। এরই মধ্যে অনেকে বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। অনেককে ফেরত পাঠানো হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ‘দাঙ্গা থামাতে’ গিয়ে নিহত হয়েছে প্রায় ৯১ রোহিঙ্গা।