খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। এসময় নির্বাচনের জন্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা, বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাঈলকে কোদাল, বিএনপি জামায়াতের নেতৃত্বে ২০ দলের শরিক এলডিপির কামাল প্রধানকে ছাতা, ইসলামী ঐক্যজোটের মুফতি ইজহারুল হক মিনার ও ইসলামী আন্দোলনের মাওলানা মো. মাসুম বিল্লাহকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক গ্রহণের পর আইভী সাংবাদিকদের জানান, ‘নারায়ণগঞ্জে সন্ত্রাসের ঠাঁই নাই, নৌকা জয়ী হবেই।।’
প্রতীক পাওয়ার পর পরই পাড়া মহল্লায় কর্মী সমর্থকরা তাদের প্রার্থীর পক্ষে প্রচারে নেমে গেছেন। আওয়ামী লীগের সমর্থকরা নৌকা ও বিএনপি সমর্থকরা ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন।
ভোটারদের শোডাউনের মাধ্যমে জনসমর্থন এবং ঐক্যের একটা ম্যাসেজ দিতে চান প্রার্থীরা। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীদের সমর্থকরা।
কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন যারা: রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৫ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, ৪নং ওয়ার্ডে নাজমুল হক, সোহেল রানা ও সালামত মো. সাইফুল, ৫নং ওয়ার্ডে গোলাম মুহাম্মদ কায়সার, ৬নং ওয়ার্ডে মজিবর রহমান, এসএম আসলাম, ৯নং ওয়ার্ডে বদিউজ্জামান, ১১নং ওয়ার্ডে মঞ্জুর হোসেন, ১২নং ওয়ার্ডে সেলিম খান, ১৭নং ওয়ার্ডে ফারহানা কবির, ১৮নং ওয়ার্ডে রাজিবুল হাসান রানা, ২৩নং ওয়ার্ডে আব্দুল হালিম, ২৫নং ওয়ার্ডে সালাউদ্দিন ও হেলাল উদ্দিন, ২৭নং ওয়ার্ডে আসাদুজ্জামান বাদল।
প্রতিদ্বন্দ্বিতায় ৭ মেয়র প্রার্থী: একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭ মেয়র প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভী, ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনীত মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদাউস, ইসলামী ঐক্যজোটের মুফতি এজাহরুল হক, এলডিপির কামাল প্রধান ও ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিতে ভোট গ্রহণ করা হবে।