খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ২৭ দিন পর গাজীপুরের জয়দেবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানা পুলিশ জয়দেবপুর থানা পুলিশের সহযোগিতায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে রবিবার রাতে মোরেলগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ এই অপহরণ মামলার প্রধান আসামি মামুন শেখকে (২২) গ্রেফতার করেছে।
অপহৃত ছাত্রীর পিতা ও থানা পুলিশ জানায়, গত ৬ নভেম্বর তেলীগাতি এম টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়। সকালে বিদ্যালয়ে যাবার পথে নরুল্লাহ্পুর গ্রামের পপলু শেখের ছেলে মামুন শেখ তার ৩ বন্ধুর সহযোগিতায় ছাত্রীটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা নজরুল ইসলাম ফকির বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন ।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, এব্যাপারে নজরুল ইসলাম ফকির বাদী হয়ে মামলা দায়ের করেছে তার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম জয়দেবপুরের ওলিয়ার শেখের ভাড়াটে বাড়ি থেকে ওই ছাত্রী ও আসামি মামুন শেখকে আটক করেছে।