খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: কুমিল্লা : কুমিল্লা দাউদকান্দিতে উপজেলা আ.লীগের কমিটি নিয়ে গভীর ধুম্রজাল তৈরি হয়েছে। কোনটি আসল আর কোনটি নকল কমিটি তা নিয়ে দলের সাধারন কর্মী-সমর্থকরা চরম বিভ্রান্তিতে পরেছেন।২০১৫ সালের উপজেলা আ.লীগের সম্মেলনের পর থেকে ১৬ সালের নভেম্বর পর্যন্ত আ.লীগের কমিটি হয়েছে ৩ টি।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার স্বাক্ষরিত ১ম কমিটির সভাপতি আবুল হাসেম সরকার ও সাধারন সম্পাদক বশিরুল আলম মিয়াজী।
২য় টি তৎকালীন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকার স্বাক্ষরিত কমিটি।যার সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী (লিল মিয়া) ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম।
৩য় টি হল কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আব্দুল আউয়াল সরকার ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার স্বাক্ষরিত কমিটি। যার সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী (লিল মিয়া) ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।
এই কমিটি কমিটি খেলায় চরম বিপাকে পড়েছেন সাধারন নেতা-কর্মী ও সমর্থকরা।ঝিমিয়ে পড়েছে দাউদকান্দি উপজেলা আ.লীগ।
অপর দিকে সাধারন নেতা-কর্মী ও সমর্থকরা ক্ষমতাসীন সরকার দলীয় রানিং স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মামলা-হামলার ভয়ে তটস্থ হয়ে কেউ মুখ খুলতে সাহস করছেন না।তাদের আশির্বাদ পুষ্ট কমিটির সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী (লিল মিয়া) ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম। যা শুধুমাত্র তৎকালীন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকার কতৃক স্বাক্ষরিত।
উল্লেখ্য এ কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম বর্তমানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বরত রয়েছেন।১ নং কমিটির সভাপতি আবুল হাসেম সরকার দপ্তর সম্পাদক ও সাধারন সম্পাদক বশিরুল আলম মিয়াজী শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বরত রয়েছেন।যা দলীয় সভানেত্রী শেখ হাসিনা কতৃক স্বাক্ষরিত।
এখন জনমনে প্রশ্ন কোন কমিটি বৈধ?যথা
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আব্দুল আউয়াল সরকার ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার স্বাক্ষরিত কমিটি। যার সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী (লিল মিয়া) ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।
নাকি স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যান যেটিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেই কমিটি।যার সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী (লিল মিয়া) ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম।যিনি দলীয় সভানেত্রী শেখ হাসিনা কতৃক স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বরত রয়েছেন।