খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: রিমন চৌধুরী, ডোমার(নীলফামারী) :নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাট পাকা সড়ক থেকে জামিরবারী পর্যন্ত ৬ কিলোমিটার পিডিবি বিদ্যুৎ নোলা তারে ভাঙ্গা বাশেঁর খুটিতে কোথাও গাছের ডালে, কলাগাছে পেচানো ঝুকিঁপূর্ন্য অবস্থায় রয়েছে। এইসব নোলা তারে বাসা-বাড়িতে বিদ্যুৎ সংযোগ মারাতœক ঝুকিপূর্ন্য। বিভিন্ন সময় বিদ্যুতের নড়েবড়ে খুটি ভেঙ্গে প্রাণহানি সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেই চলেছে। ঝুকিঁপুর্ন্য অবস্থায় থাকলেও সংস্কারের নেওয়া হয়নি কোন উদ্যোগ।
সোনারায় ইউনিয়নের ফার্মহাট পাকা সড়ক থেকে জামিরবারী পর্যন্ত ৬ কিলোমিটার পিডিবি বিদ্যুৎ নোলা তারে ভাঙ্গা বাশেঁর খুটিতে কোথাও গাছের ডালে, কলাগাছে পেচানো ঝুকিঁপূর্ন্য অবস্থায় রয়েছে। এইসব নোলা তারে বাসা-বাড়িতে বিদ্যুৎ সংযোগ মারাতœক ঝুকিপূর্ন্য। বিভিন্ন সময় বিদ্যুতের নড়েবড়ে খুটি ভেঙ্গে প্রাণহানি সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেই চলেছে। সেই সাথে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক বাশেরখুটি গুলো ও তার ঝুলে পড়েছে। ঝুকিপূর্ন্য এসব বাশেরখুটি একটু ঝড় বৃষ্টি হলে ছিড়ে বিধ্বস্ত হয়ে বিদ্যু বিপর্যয় ঘটছে।
রিমন চৌধুরী, ডোমার