নাজিম হাসান,রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে দিনের বেলায় প্রকাশ্যে মেডিসিন দিয়ে টমেটো পাকানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। টমেটো পাকানোতে মেডিসিন হরমোন জাতীয় ইথেফোন গ্রুপের ঔষধ দিয়ে স্প্রের মাধ্যমে টমেটো পাকানোর দায়ে ৯ জন টমেটো ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ইউনিট এএসপি নুরে আলম এর উপস্থিতিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে এ জরিমানা আদায় করা হয়। এসময় টমেটো ব্যবসায়ীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ফল পাকানোর জন্য ব্যবহারযোগ্য নয় এমন বাজারজাতকারী কোম্পানী ব্লেসিং এগ্রোভেট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর গার্ডেন নামক মেডিসিন দিয়ে ফল পাকানোর সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাদের ভঙ্গ করায় দায়ে তাদের এ জরিমানা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন, পৌর এলাকার সরমংলা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাদিকুল (৩৪), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কছির উদ্দীন সেখ এর ছেলে লাল মিয়া (৬০), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জলিল কাজীর ছেলে মজিবুর কাজী (৪০), একই উপজেলার আলম সরদারের ছেলে আলমগীর সরদার (৩৫), শামসুল হক সরদার এর ছেলে রতন সরদার (৩৮), আব্দুর রব ফরাজীর ছেলে লিটন (৩৫), হোসেন ফকিরের ছেলে বেলাল ফকির (৩৪), গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের জসিম উদ্দীনের ছেলে মোশাররফ হোসেন (৩২) ও বেলাল উদ্দীনের ছেলে হারুন-অর-রশীদ (৩৪)।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরণের মেডিসিন দিয়ে টমেটোসহ অন্যান্য ফল পাকানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গোদাগাড়ী টমেটো ব্যবসায়ীরা ব্লেসিং এগ্রোভেট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর গার্ডেন নামক মেডিসিন দিয়ে ফল পাকানোর কাজ করছে এই বোতলের শরীরে স্পষ্টভাবে লেখা রয়েছে ফল পাকানোর জন্য ব্যবহার করা যাবে না। তবুও টমেটো ব্যবসায়ীরা এটি ব্যবহার করাই তাদের ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাদের জরিমানা করা হয়েছে। এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, কৃষক ও ভোক্তাদের স্বার্থে সবদিক বিবেচনা করে যাতে করে কেউই ক্ষতির সম্মুক্ষীন না হয় সেইদিক বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি কৃষক ও টমেটো ব্যবসায়ীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন মেডিসিন দিয়ে ফল না পাকানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।