Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬:  73 ঠাকুরগাঁও উপজেলার বালিয়াডাঙ্গী ও বালিয়াডাঙ্গী নেকমরদ ব্যস্ততম দুটি সড়ক। বালিয়াডাঙ্গী স্থল বন্দর করার নিমিত্তে এ সড়ক দুটি তৈরী করা হয় আর্ন্তজাতিক মানের। কিন্তু অদ্যাবধি স্থল বন্দর চালু না হওয়ায় স্থানীয় কৃষকেরা গমের সময় গম ও ধানের সময় ধান শুকনোর সরকারি চাতলের মতো ব্যবহার করছে সড়ক গুলো। ফলে এ সড়ক দুটিতে প্রতি নিয়তই ঘটছে কোন না কোন দুর্ঘটনা। তবে এ বারই প্রথম এ ধরনের দূর্ঘটনা রোধে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশকে দেখা গেছে ব্যতিক্রমি পদক্ষেপ নিতে। জন সচেতনতা বাড়তে জেলা ট্রাফিক পুলিশের সার্বিক তত্বাবধানে টি.আহ দেলোয়ার হোসেন নিজেই বের হয়েছেন রাস্তায় ধান ও খড় শুকানো কৃষকদের নিরুৎসাহিত করতে।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত সড়ক দুটিতে এ প্রচারঅভিযান চালান জেলা ট্রাফিক পুলিশ। এ সময় রাস্তায় ধান শুকানো কৃষকদের সাথে কথা বললে তারা জানায়, আমরা জানতাম না এভাবে ধান ও খড় শুকনোর জন্য মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় মাইকিং শুনলাম, এরপর থেকে আর ধান ও খড় শুকাবো না। স্থানীয়রা এ ধরনের প্রচার-প্রচারণাকে সাধুবাদ জানিয়েছেন। এ ব্যাপারে জেলা ট্রাফিক পুলিশের টি.আই দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছরই এ সড়ক দুটোতে অনেক দূর্ঘটনা ঘটে। কৃষকেরা যাতে সচেতন হয়ে রাস্তায় আর ধান ও খড় না শুকায় এ বার্তাটি তাদের কাছে পৌছে দিতেই এ প্রচারাভিযান। আশা করি কৃষকেরা সচেতনার পরিচয় দেবেন।